আপনার প্রেগন্যান্সির কত মাস চলছে তা নির্ধারণের জন্য আমরা ২৮ দিন বা ৪ সপ্তাহকে এক মাস হিসেবে ধরি। সেই হিসেবে, যদি ৪ সপ্তাহ হয়, তাহলে তা এক মাস, আর ৮ সপ্তাহ হলে তা দুই মাস হিসেবে গণনা করা হয়।
তবে, ক্যালেন্ডারের প্রতিটি মাস ২৮ দিনের নয়; কিছু মাস ৩০ দিনের হয়, আবার কিছু মাস ৩১ দিনেরও হয়। তাই, ক্যালেন্ডার অনুযায়ী মাসের হিসাব করলে এই গণনা ঠিক মিলবে না।