‘সহায় হেলথ’ একটি স্বাস্থ্য তথ্য ভিত্তিক প্লাটফর্ম। ‘সহায় হেলথ’ বাংলা ভাষাভাষী মানুষের কাছে নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য সহজ ভাষায় পৌঁছে দিতে কাজ করছে।
করোনা মহামারি চলাকালীন সময়ে ডা. তাসনিম জারা ও খালেদ সাইফুল্লাহ সঠিক তথ্য মানুষের কাছে পৌঁছে দিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে কাজ শুরু করেন। এসময়ে তারা বাংলা ভাষায় নির্ভরযোগ্য স্বাস্থ্যবিষয়ক প্লাটফর্মের প্রয়োজনীয়তা অনুভব করেন। মাতৃভাষায় ভালো একটি স্বাস্থ্য মিডিয়ার অভাবে করোনাভাইরাস সহ অন্যান্য স্বাস্থ্য বিষয়ক সমস্যায় মানুষ নানান ধরনের কুচিকিৎসার শিকার হচ্ছে। বাংলা ভাষাভাষী জনগোষ্ঠীর কাছে সঠিক ও নির্ভরযোগ্য স্বাস্থ্য বিষয়ক তথ্য পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে ‘সহায় হেলথ’ প্রতিষ্ঠা করা হয়।
‘সহায় টেকনোলোজিস বাংলাদেশ লিমিটেড’ আরজেএসসি-এর অধীনে বাংলাদেশে নিবন্ধিত একটি কোম্পানি। এর ট্রেড লাইসেন্স নম্বর TRAD/DNCC/145397/2022।
‘সহায় হেলথ’ কীভাবে কাজ করে?
সহায় হেলথ-এর প্রধান মূল্যবোধ হচ্ছে নির্ভরযোগ্যতা। আমাদের সকল তথ্যের নির্ভরযোগ্যতা নিশ্চিত করতে আমরা কাজ করছি একদল চিকিৎসকের সাথে। আমাদের প্রত্যেকটি লেখা প্রকাশের আগে একাধিক মেডিকেল প্রফেশনাল সর্বশেষ প্রকাশিত গবেষণার আলোকে তথ্যের নির্ভরযোগ্যতা যাচাই করেন।
‘সহায় হেলথ’ ওয়েবসাইট কীভাবে ব্যবহার করবেন?
সহায় হেলথ ওয়েবসাইটে আমরা নিয়মিত নতুন নতুন বিষয়ে তথ্য যোগ করছি। আপনার জিজ্ঞাসা আমাদের ওয়েবসাইটের সার্চ বক্সে লিখে প্রয়োজনীয় তথ্য খুঁজে নিতে পারবেন।
বিজ্ঞাপন নীতি
সহায় হেলথ –এ প্রকাশিত নির্ভরযোগ্য তথ্য ফ্রি রাখতে আমরা ওয়েবসাইটে বিজ্ঞাপন প্রকাশ করি। প্রত্যেকটি বিজ্ঞাপনের পাশে স্পষ্ট করে বিজ্ঞাপন (বা advertisement) শব্দটি লেখা থাকে।
যোগাযোগের মাধ্যম
আমাদের সাথে যোগাযোগ করতে ইমেইল করুন: [email protected]
ঠিকানা: অটোবি সেন্টার, লেভেল ৫, প্লট ১২, ব্লক সিডব্লিউএস (সি), গুলশান সাউথ এভিনিউ, গুলশান ১, ঢাকা ১২১২
পরিসংখ্যান
ফেসবুক, ইউটিউব ও টিকটকে আমাদেরকে ৯০ লাখেরও বেশি মানুষ ফলো করেন। এ পর্যন্ত ১ বিলিয়ন মিনিটের বেশি সময় আমাদের ভিডিও দেখা হয়েছে।