বেশিরভাগ সময়েই পেট ব্যথা কোন গুরুতর রোগের কারণে হয় না। কয়েকদিনের মাঝেই সেরে যায়। আমাদের যে বিভিন্ন রকমের পেট ব্যথা হয় এবং সেগুলোর সম্ভাব্য কারণ এই আর্টিকেলে আলোচনা করা হয়েছে। তবে নিজেই নিজের রোগ নির্ণয় করার চেষ্টা করবেন না। ব্যথা নিয়ে চিন্তিত হলে অবশ্যই একজন ডাক্তারের শরনাপন্ন হবেন। আর যে ১১টি সময়ে আপনাকে দ্রুত হাসপাতালে যেতে হবে, সেগুলো অবশ্যই জেনে নিবেন।
পেট ব্যথা কেন হয়?
পেট ব্যথার ধরন | সম্ভাব্য কারণ |
---|---|
পেট ফাঁপা বোধ করা ও অতিরিক্ত বায়ু ত্যাগ করা | আটকে থাকা বায়ু |
খাওয়ার পর পেট ভরা ভরা বা ফেঁপে আছে এমন মনে হওয়া, বুক জ্বালাপোড়া করা এবং বমি বমি লাগা | বদহজম |
পায়খানা না হওয়া | কোষ্ঠকাঠিন্য |
পানির মত তরল পায়খানা হওয়া, বমি বমি বোধ করা, বমি হওয়া | ডায়রিয়া অথবা ফুড পয়জনিং |
আর কী কী কারণে পেট ব্যথা হয়?
পেট ব্যথার ধরন | সম্ভাব্য কারণ |
---|---|
পেটের নীচের অংশে ডান দিকে হঠাৎ ব্যথা শুরু হওয়া | অ্যাপেন্ডিসাইটিস |
পেট কামড়ানো, পেট ফেঁপে ওঠা, পাতলা পায়খানা, কোষ্ঠকাঠিন্য হওয়া | ইরিটেবল বাওয়েল সিন্ড্রোম বা আইবিএস |
পেট বা পিঠের একপাশে তীব্র ব্যথা হওয়া যা কুঁচকি পর্যন্ত নেমে আসে, বমি বমি ভাব হওয়া, প্রস্রাব করার সময় ব্যথা অনুভব করা | কিডনিতে পাথর |
পেটের মাঝামাঝি অংশে বা পাঁজরের ডান পাশের ঠিক নীচে কয়েক ঘন্টা ধরে প্রচণ্ড ব্যথা হওয়া | পিত্তথলিতে পাথর |
পেটের মাঝামাঝি অংশে হঠাৎ তীব্র ব্যথা হওয়া, বমি ভাব বা বমি হওয়া, গায়ে জ্বর আসা | প্যানক্রিয়াটাইটিস |
মাসিকের সময় পেটে ব্যথা হওয়া বা কামড়ানো | মাসিকের ব্যথা |
পেট ব্যথা হলে কখন ডাক্তারের সহায়তা নিবেন?
- বারবার পেট ব্যথা অথবা পেট ফেঁপে ওঠার সমস্যা হতে থাকে
- পেট ব্যথা বা পেট ফাঁপা দীর্ঘ সময় ধরে থাকে এবং সহজে সারতে চায় না
- পেট ব্যথার পাশাপাশি খাবার গিলতে সমস্যা হয়, খাবার গলায় আটকে যায়
- কোন কারণ ছাড়াই শরীরের ওজন কমতে থাকে
- ঘন ঘন বমি হয়
- পেটে চাকার মত মনে হয়
- আয়রনের অভাবজনিত রক্তশূন্যতায় ভোগেন
- হঠাৎ করেই আপনার প্রস্রাব স্বাভাবিকের চেয়ে কম বা বেশী বার হয়
- প্রস্রাব করার সময় আপনি ব্যথা অনুভব করেন
- পায়খানার রাস্তা অথবা যোনিপথ তথা মাসিকের রাস্তা দিয়ে রক্ত যায়, অথবা মাসিকের রাস্তা দিয়ে এমন স্রাব যায় যা অস্বাভাবিক
- ডায়রিয়া কিছুদিনের মধ্যে সেরে না ওঠে
ডাক্তারকে যেসব বিষয় নিয়ে জিজ্ঞেস করতে পারেন, সেগুলো হল:
- পেট ব্যথা হওয়ার সম্ভাব্য কারণ
- কী করলে ব্যথা কমতে পারে
- কোষ্ঠকাঠিন্য ও বদহজমের জন্য কোন ওষুধ খাওয়া যেতে পারে
কেমন পেট ব্যথা হলে জরুরী ভিত্তিতে হাসপাতালে যাবেন
- ব্যথা খুব দ্রুত খারাপ হয়ে যায় বা গুরুতর রূপ ধারন করে
- একেবারে হঠাৎ করেই পেট ব্যথা শুরু হয় বা ব্যথা প্রচণ্ড তীব্র হয়
- পেটে স্পর্শ করলে সেই জায়গা ব্যথা করে
- বমির সাথে রক্ত যায় বা বমির রং কফিদানার মত কালচে বাদামী হয়
- পায়খানার সাথে রক্ত যায় বা পায়খানা কালো, আঠালো এবং প্রচণ্ড দুর্গন্ধযুক্ত হয়
- প্রস্রাব বন্ধ হয়ে যায়
- পায়খানা বা বায়ু ত্যাগ বন্ধ হয়ে যায়
- শ্বাস নিতে কষ্ট হয়
- বুকে ব্যথা হয়
- ডায়বেটিস আছে এমন কারো বমি হয়
- রোগী অজ্ঞান হয়ে যায়
এসব লক্ষণ মারাত্মক কোন রোগের কারণে হতে পারে। দ্রুত চিকিৎসা না পেলে মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই দেরি না করে অবশ্যই দ্রুত হাসপাতালে যাবেন।