পরিপাকতন্ত্রের সুস্থতা
কোষ্ঠকাঠিন্য, পাইলস, এনাল ফিসার এবং এনাল ফিস্টুলা—পায়ুপথের এই চার ধরনের সমস্যা সবচেয়ে বেশী দেখা যায়। এসব রোগের কোনোটি ঘরোয়াভাবে চিকিৎসা করা যায় আবার কোনোটির ক্ষেত্রে অপারেশনেরও প্রয়োজন পড়তে পারে। কিছু সচেতেনতা পালন করলে এসব রোগ হওয়া প্রতিরোধ করা যায়।